ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

রাজধানীর খিলগাঁওয়ে বাসার ছাদ থেকে শিশুর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে বাসার ছাদ থেকে নিচে পড়ে খাদিজা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপা ইসহাক মিয়া (৩০)। গুরুতর আহত অবস্থা দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যায় শিশুটি।


শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ২টার দিকে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, খাদিজা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ফয়সাল আহমেদ ও হিরা বেগম দম্পতির একমাত্র সন্তান। পরিবারটি গোড়ান নবাবি মোড় ১৪৮/১ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।


শিশু খাদিজার দাদি ফাতেমা বেগম জানান, বাড়িটির পাঁচ তলার ছাদে কয়েকটি ঘর রয়েছে। সেখানেই তিনি তার ছেলের পরিবার ও মেয়ের পরিবার নিয়ে থাকেন। তবে ছাদের চারপাশের রেলিং একেবারে নীচু। দুপুরে সবাই যখন যার যার কাজে ব্যস্ত ছিলেন তখন অন্য বাচ্চাদের সঙ্গে ছাদে খেলছিলো খাদিজা। খেলতে খেলতে রেলিংয়ের পাশে চলে গেলে সেখান থেকে বাইরে পড়ে যাওয়ার উপক্রম হয় খাদিজার। এটি দেখে পাশে থাকা তার ফুপা ইসহাক মিয়া তাকে বাঁচাতে গেলে তিনিসহ শিশুটি ছাদ থেকে নিচে পড়ে যায়।


পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে শিশুটির মৃত্যু হয়। আর আশঙ্কাজনক অবস্থায় নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ইসহাক মিয়া।


এ বিষয়ে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।


ads

Our Facebook Page